MDRT হওয়ার পূর্বে আপনার সমস্যার ক্ষেত্র গুলি চিহ্নিত করুন

Pallab Kumar Manna, Writer and Insurance Trainer, 7 April 2023, 9 am

আপনি যদি এই বছর MDRT / COT হতে চান তাহলে নিজেকে বিশ্লেষণ করুন ! আপনার ত্রুটি কোথায়,  আপনার কোন কোন বিষয়ে পরিবর্তন ও গাইডেন্স  দরকার?

একটু সময় নিয়ে বসুন , নিজের কাছে নিজে কিছু প্রশ্ন তুলে ধরুন !

আপনার সতীর্থ অন্যান্য কিছু এজেন্ট কিভাবে হচ্ছেন MDRT বা COT ? তারা কি কি করেন ?

  • আপনি কোথা থেকে পাবেন বড় মাপের সম্ভাব্য ক্রেতা / HNI প্রসপেক্ট ?
  • আপনি কিভাবে আগামী প্রতিটি মাসে ন্যূনতম পনেরো থেকে কুড়িটি পলিসি বিক্রয় করতে পারেন?
  • পলিসি বিক্রয়ের পথে যে সকল  দুরূহ অবজেকশন আসবে তার সমাধান এবং সহজে ক্লোজ না হওয়া বা ক্লোজ করতে ব্যর্থতা থেকে মুক্তির পথ বের করার জন্য কার থেকে পাবেন টেকনিক ও  গাইডেন্স ?

MDRT বাংলা গাইডেন্স-কাম- মেন্টারশীপ-কাম-ট্রেনিং কোর্স সম্পর্কে জানতে এখানে CLICK করুন

  • আপনি কিভাবে দু’লক্ষ / তিন লক্ষ অথবা তারও উপরে নিয়মিত প্রিমিয়ামের পলিসি বিক্রয় করতে পারবেন?
  • প্রতি পলিসির  গড় প্রিমিয়াম অর্থাৎ গড় টিকিট সাইজ যাতে ১৮/ ২০  হাজার টাকার নিচে না হয় তার জন্য আপনি কি কি পদ্ধতি অবলম্বন করবেন?
  • মাঝারী মাপের ক্লায়েন্টের থেকে গড় প্প্রিমিয়াম বাড়ানোর এই কাজ করার জন্য আপনাকে শিখতে হবে বিশেষ ধরনের সেলস কৌশল সঠিক পদ্ধতিতে , যেমন কনসেপ্ট সেলিং. ইমোশন সেলিং. কম্পারিজন সেলিং, নিড বেসড  সেলিং, স্টোরি টেলিং সেলিং, স্পিন সেলিং! কোন প্রশিক্ষণ পাঠক্রম থেকে আপনি এগুলো সঠিকভাবে শিখতে , আত্মস্থ করে প্রয়োগ করতে  পারবেন?
  • আপনার চলার পথে নানান সময় নিজেকে ব্যর্থ মনে হবে এবং দিশা খুঁজে পাবেন না । যদি এমন হয় তাহলে কোথা থেকে পাবেন নিয়মিত মোটিভেশন ? কে হবে আপনার মেন্টর?
  • আপনি নিশ্চয়ই অফলাইন এবং অনলাইন মার্কেটিং মডেলের মাধ্যমে প্রতিমাসে আরো বেশি এবং আরো নতুন প্রস্পক্টের সন্ধান করতে চাইবেন এই বিষয়ে কিভাবে সহায়তা পাবেন?
  • MDRTএকটি গতির খেলা ! মনের ক্ষমতা এবং ফোকাস ধরে রাখা MDRTহওয়ার প্রাথমিক শর্ত ! কিভাবে আপনি এই গতিশক্তি এবং মনের জোর ধরে রাখতে পারবেন?
  • বীমার ব্যবসা একটি সংখ্যার খেলা! বিশেষত MDRT হতে গেলে এই সংখ্যার খেলা অতি সুচারুভাবে খেলতে জানতে হয়। কে হবে আপনার এই খেলার কোচ ?
  • MDRT বা COT-র মতো বিরাট কর্মযজ্ঞে সাপ্তাহিক মাসিক এবং ত্রৈমাসিক রণকৌশল তৈরি করা এবং নিজের টার্গেট রিভিউ করার  দ্বারা আপনার জন্য  নতুন পথনির্দেশনা তৈরি হয়  । কার সাথে করবেন এই স্ট্র্যাটেজি গঠন?
  • MDRT বা COT করতে গেলে আপনারই মতো আরও যারা উচ্চাকাঙ্ক্ষী রয়েছেন একই উদ্দেশ্য নিয়ে চলছেন, তাদের সাথে আপনি কি কোনো “কমন লার্নিং গ্রুপে” যোগদান করতে পারেন?
  • বড় কাজ করতে গেলে সবচেয়ে বড় সমস্যা আসতে পারে সময় পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ  সময়ের অভাব ! সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য মাইন্ড সেট আপ , সুপার টাইম ম্যানেজমেন্ট  বিষয়ে গাইডলাইন কোথায় পাবেন?
  • সাধারণভাবে ভালো কথোপকথন অনেক বীমা এজেন্টই  করতে পারেন, কিন্তু সেলস কমিউনিকেশনে অধিক শক্তিশালী হতে পারলে তবেই আপনি অল্প সময়ে অধিক বিজনেস প্রোডাকশন করতে পারবেন ! কিভাবে শিখবেন ?
  • MDRT হওয়ার সাথে সাথে কিভাবে অর্জন করতে পারেন “গ্যালাক্সি ক্লাব মেম্বারশিপ” বা COT হওয়ার পথে কিভাবে অর্জন করতে পারেন “কর্পোরেট ক্লাব মেম্বারশিপ” ?
  • ব্যবসায়িক সাফল্যে আপনার ব্যক্তিত্ব, আপনার প্রফেশনাল অভ্যাস ইত্যাদি  অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা  নেয় । একজন MDRT বা COT কোন কোন বিশেষ প্রফেশনাল হ্যাবিট এর দ্বারা উন্নয়ন করেন ? কোথা থেকে জানবেন এবং কিভাবে সেগুলো রপ্ত করবেন?
  • আপনার এই অভিযানে নানান সময় আপনার মনে আসবে নানান প্রশ্ন, আপনি যদি ফোনের মাধ্যমে এই উত্তরগুলি পেতে চান, তাহলে কোন কোন ব্যক্তির থেকে পেতে পারেন আপনার প্রশ্নের উপযুক্ত উত্তর?

—- আপনি MDRT/ COT/ TOT যেটাই করতে চান না  কেন

নিজের কাছে নিজে উপরের সকল প্রশ্নগুলি তুলে ধরুন এবং প্রত্যেকটির উত্তর সন্ধান করে একটি সুনির্দিষ্ট সমাধানের দিকে এগিয়ে নিয়ে যান নিজেকে।

MDRT বা COT হওয়া অথবা নিজের ব্যবসাকে ২ গুন থেকে ১০ গুণ বৃদ্ধির কাজে  এই সকল বিশ্লেষণ অত্যাধিক গুরুত্বপূর্ণ।

জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার, ঠিক এই সকল সমস্যা গুলির কথা এবং আপনার বিরাট সম্ভাবনার কথা মাথায় রেখে, আপনাকে সকল দিক থেকে সহায়তা করার জন্য নিয়ে এসেছে দুর্দান্ত শক্তিশালী Win MDRT2023 , নামে বাংলা মেন্টরশীপ -কাম – গাইডেন্স -কাম – ট্রেনিং কোর্স । আপনাকে MDRT জগতের সাথে প্রতিনিয়ত যুক্ত এবং উজ্জীবিত রাখার সাথে আপনার স্কিল + নলেজ ডেভেলপমেন্ট দ্বারা লক্ষ্য পূরণের জন্য আপনার মাতৃভাষা বাংলায় এই টোটাল গাইডেন্স কোর্স !

 আপনার সকল প্রশ্নের সমাধান, নিয়মিত মোটিভেশন, মেন্টরশীপ,  ডাউট  ক্লিয়ারেন্স এবং ব্যক্তিভিত্তিক  উপযুক্ত এক্সক্লুসিভ টেকনিকগুলি দ্বারা ধাপে ধাপে নির্দিষ্ট সময়সীমা পূর্বেই MDRT বা COT করতে সহায়তা করে।

বিগত তিন বছর এভাবেই এই কোর্স গ্রহণকারী ৮০ শতাংশ সম্ভাবনাময় এজেন্ট তাদের ঈপ্সিত  লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন ।

আপনি যদি জীবন প্রবাহ ট্রেনিং সেন্টারের এই সুযোগ নিতে চান , তাহলে আপনি এখনই  ট্রেনিং সেন্টারের সাথে কথা বলুন !

CALL/ WHATSAPP : 9735869416

আপনার নিজের স্থানেই থেকে সেন্টার থেকে MDRT হওয়ার জন্য সকল ধরনের গাইডেন্স এবং প্রশিক্ষণ গ্রহণ করুন । সপ্তাহে দু’দিন প্রশিক্ষণের জন্য কিছুটা  সময় এবং প্রতিমাসে কিছু ট্রেনিং ফি -এর  বিনিয়োগ দ্বারা। অতি সফল এই কোর্স এর খরচ  আপনার MDRT -এর উপার্জনের মাত্র 4% ।

Win MDRT COURSE DETAILS [ CLICK HERE ]

বিশদে দেখার পর যদি এই বিষয়ে আরো জানতে চান ট্রেনিং সেন্টারে WHATSAPP করুন অথবা ঐ একই নম্বরে PHONE করুন ,  অথবা রাজি থাকলে নিচের UPI নম্বরে মাত্র 1999 টাকা পেমেন্ট করে এখনই যোগদিন এই মূল্যবান  কোর্সে ।

WHATSAPP / UPI/ PHONE NUMBER : 9735869416

জীবন প্রবাহ এবং জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার – LIC এজেন্ট এবং মার্কেটিং লীডার দের পরিষেবায় ২০ বছর

FOR FREE MDRT VIDEO
     CLICK HERE

আগামীকাল 8 APRIL সন্ধ্যা 9 টায়

FREE ট্রেনিং “MDRT পথ নির্দেশিকা “

বিশেষ করে তাদের জন্য “যারা MDRT -র স্বপ্ন দেখতে ভয় পান!”

ট্রেনিং গ্রহণের জন্য এখানে CLICK করে whatsapp গ্রুপে entry করুন (FREE)

One response to “MDRT হওয়ার পূর্বে আপনার সমস্যার ক্ষেত্র গুলি চিহ্নিত করুন”

  1. Trina Sarkar Datta Avatar
    Trina Sarkar Datta

    Hi

    Like

Leave a comment