PALLAB KUMAR MANNA

পল্লব কুমার মান্না , INSURANCE INSTITUTE OF INDIA -এর থেকে বীমা বিষয়ে Licentiate, Associate and Fellowship প্রভৃতি প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ বাংলার একজন স্বনামধন্য লেখক ও প্রশিক্ষক এবং তিনি বীমা শিল্পের সাথে 29 বছর যুক্ত এবং বীমা ও পার্সোনাল ফাইনান্স বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষক । 

মি: পল্লব কুমার মান্নার গবেষণা এবং , মিসেস রীনা মান্নার সম্পাদনায় , ভারতের একমাত্র বাংলা জীবন বীমা বিষয়ক মাসিক পত্রিকা ” জীবন প্রবাহ ” প্রকাশিত হচ্ছে 2004 সাল থেকে ।

মি: পল্লব কুমার মান্নার , Online এবং Offline ট্রেনিং এর দ্বারা পূর্ব ভারতের হাজার হাজার জীবন বীমা এজেন্ট (উপদেষ্টা ) এবং টিম লীডার জীবন বীমা পেশায় চরম উন্নতি লাভ করেছেন ।

মি: মান্না MDRT তৈরীর প্রশিক্ষণে Expert !

বিগত 4 বছর যাবত Online MDRT (বাংলা ) মেন্টরশীপ -ট্রেনিং-কাম-গাইডেন্স কোর্স থেকে কয়েক শত এজেন্ট MDRT / COT অর্জন করেছেন । [Online MDRT (বাংলা ) কোর্স -এর গত বছরের সাফল্য হার ৮০ শতাংশ ]

SEE DETAILS AND JOIN NOW

শান্তিনিকেতন (কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের কর্ম ভূমি ) -এর মনোরম প্রকৃতির কোলে , অভয়ারণ্যের নির্জনতায় , সুন্দর পরিবেশে রেসিডেন্সিয়াল (৩ দিনের ) প্রশিক্ষণ ও ভ্রমণ শিবিরে (বছরে ৪ টি SCHEDULED প্রোগ্রাম এবং আরো কয়েকটি বিশেষ প্রোগ্রাম ) যোগ দেন পূর্ব ভারতের নানান নামী ও উচ্চ – সম্ভবনময় বীমা উপদেষ্টা এবং লীডার গণ ।

এই অবিস্মরণীয় অভিজ্ঞতাকে বারবার গ্রহণ করা এবং বছরের নির্দিষ্ট সময় – অন্তরে নিজের পেশা গত উন্নয়ন এবং জীবন ধারার মান পরিবর্তনের জন্য তারা বারংবার আসেন শান্তিনিকেতন প্রোগ্রামে । অনেক সময় পরিবার সহও । শান্তিনিকেতনের সবচেয়ে জনপ্রিয় রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ – বিনোদন প্রোগ্রাম এবং সাথে ভ্রমণ ! যেটা হয় বছরের বিভিন্ন সময়ে ।

2023-24 সালের *স্বাগত শরৎ * প্রোগ্রাম ! প্রশিক্ষণ -ভ্রমণ- বিনোদন 3 দিনের প্রোগ্রাম আছে 18 ,19 TH AUGUST 2023 (শুক্র -শনি ) ! এখন সর্বনিম্ন প্যাকেজ মূল্য অফারের সুবিধা নিতে পারেন !

মি: মান্না , ভারতের একমাত্র সরকারী জীবন বীমা নিগম LIC of India তে অ্যাডমিনিষ্ট্রেসন স্টাফ হিসাবে যুক্ত ছিলেন 1994 থেকে 2011 সাল পর্যন্ত (এই সালে তিনি LIC থেকে স্বেচ্ছাবসর নেন )

পশ্চিমবঙ্গ , অসম, ত্রিপুরা , ঝাড়খন্ড ও ওড়িষ্যা জুড়ে তার প্রশিক্ষণ, পুস্তক ও পত্রিকার দ্বারা লক্ষাধিক LIC এজেন্ট , টিম লীডার, মানেজার উপকৃত ।

জীবন প্রবাহ আপনার পরিষেবায় 19 বছর

জীবন প্রবাহ — ভারতের একমাত্র বাংলা বীমা পত্রিকা
PALLAB KUMAR MANNA
About me and my job here

Hi, I’m Pallab, writer and trainer. I spend most of my time with research on Life Insurance topics and sales and marketing topics but this blog is for my love of personal finance and sales, marketing , business coaching and sharing my favorites with you!

Subscribe to My Blog

Get new content delivered directly to your inbox.

Some of our images

 জীবন প্রবাহ ভারতের একমাত্র বাংলা জীবন বীমা পত্রিকা : 2004 সাল থেকে প্রকাশিত ।

jeevan prabaha